তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে সিএনজি উল্টে একজন নিহত এবং মা ও এক বছরের শিশুসহ দুইজন আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে, রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী-পূবাইল-ঘোড়াশাল সড়কের নলছাটা ব্রিজ সংলগ্ন স্থানে। নিহত মোঃ শিবলী সাদিক (৩৭) নরসিংদী জেলার পলাশ থানার ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামের মোঃ আঃ মতিন মোল্লার ছেলে।
আহতরা হলেন গাজীপুর সদর জয়দেবপুর এলাকার মোক্তাজুলের স্ত্রী আফরোজা (৩০) ও তার এক বছরের ছেলে জিহাদ।
এ সম্পর্কে আহত আফরোজা জানান, রবিবার বিকেলে সিএনজি করে জয়দেবপুর থেকে পাঁচদোনা যাবার পথে, টঙ্গী-পূবাইল-
ঘোড়াশাল সড়কের নলছাটা ব্রিজ সংলগ্ন স্থানে পৌঁছলে, সিএনজি চালকের বেপরোয়া গতির কারনে সিএনজি উল্টে আমাদের সাথে থাকা একজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আমার এক বছরের ছেলে সহ আমিও আহত হই।
স্থানীয়রা আমাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন সিএনজিতে থাকা যাত্রীদের মাঝে একজন নিহত ও মা ও শিশু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
Discussion about this post