তৈয়বুর রহমান, কালীগঞ্জ ( গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে ২০২০-২০২১ মৌসুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজি, সার ও রোপা আমন ধানের চারা বিতরণ করেন কেন্দ্রীয় আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্ত¡রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিনামূল্যে শাক-সবজি, সার ও রোপা আমন ধানের চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক
প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিকেরর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, মোক্তারপুর ইউপি চেয়ারম্যান- শফিকুল ইসলাম সরকার তোরণসহ কৃষি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন
Discussion about this post