আগামী বছর হজে যেতে ইচ্ছুকদের প্রাক নিবন্ধন করতে হবে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে। চূড়ান্ত নিবন্ধন করেও করোনার জন্য যারা এ বছর হজে যেতে পারেননি পারেননি তারা আগামী বছরে অগ্রাধিকার পাবেন।
যারা নিবন্ধন বাতিল করে টাকা ফেরত নিয়েছেন আগামী বছর হজে যেতে চাইলে তাদেরও প্রাক নিবন্ধন করতে হবে।
মঙ্গলবার ধর্ম মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ‘সংশ্নিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক প্রাক নিবন্ধন আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চালু থাকবে।’
করোনার কারণে এ বছর সীমিত সংখ্যক হাজির অংশগ্রহণে হজ আয়োজন করা হয়। নির্ধারিত সংখ্যক সৌদি নাগরিক এবং দেশটিতে আগে অবস্থান করা বিদেশিরা এবারের হজে অংশ নেওয়ার সুযোগ পান।
করোনা পরিস্থিতির উন্নতিতে আশা করা যাচ্ছে, শিগগির ওমরাহ ভিসা চালু হবে। আগামী বছরের হজে স্বাভাবিক সময়ের মতো হাজিরা অংশ নিতে পারবেন।
Discussion about this post