মোহাম্মদ মহসিন খান, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের সুযোগ্য কন্যা ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চ নাগরপুর উপজেলা শাখার আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রধান গেইট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন বলেন, মানববন্ধনে নির্বাহী অফিসারের উপর হামলার সাথে জড়িতে ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।
এদেশে এখনও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিরাপদ নয়। এটা আমরা মুক্তিযোদ্ধারা কোন ভাবেই মেনে নিতে পারছি না। আমরা মুক্তিযোদ্ধা ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চাই, দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সাবেক ডেপুটি
কমান্ডার এম এ মতিন ছামী সহ বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র কুমার পোদ্দার ও উপজেলার ১২ ইউনিয়নের মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ আজিজুল হক বাবু, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ফরিদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন তান্নাসহ উপজেলার ইউনিয়ন নেতৃবৃন্দ
Discussion about this post