তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের অায়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অাগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওয়াহিদ হাসানের সঞ্চালনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপু, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শাহ আলম শেখ, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল-রাফু অমিত, কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি এম. আই লিকন প্রমুখ।
এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ.এম আবু বকর চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ,যগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন দুলাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান মাসুদ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন সহ কলেজ শাখা, ওয়ার্ড পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা।
Discussion about this post