বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুধাবি রুটে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালুর জন্য চিঠি দিয়েছেন চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন।
রোববার (১৬ আগস্ট) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বরাবরে সুজন দাপ্তরিক চিঠি দেন।
অনেক ক্ষেত্রে অতিরিক্ত মূল্য পরিশোধ করে দালালের মাধ্যমে টিকিট সংগ্রহ করতে হচ্ছে মর্মে ভুক্তভোগীরা আমাকে অবহিত করেছেন। আবার অনেকেই অতিরিক্ত মূল্য দিয়েও টিকিট পাচ্ছেন না। এ হয়রানি দূরীকরণে চট্টগ্রাম থেকে সপ্তাহে অন্তত ১টি দুবাইগামী ফ্লাইট চালু করা বাঞ্ছনীয়। অথবা ঢাকা থেকে দুবাইগামী ফ্লাইট বৃদ্ধি করে চট্টগ্রামের প্রবাসীদের জন্য একটা নির্দিষ্ট কোটা সংরক্ষণ করা হলেও হয়রানি লাঘব হতে পারে।
এমতাবস্থায়, চট্টগ্রামের প্রবাসীদের সুবিধার্থে সপ্তাহে ১টি চট্টগ্রাম থেকে দুবাইগামী ফ্লাইট চালুকরণে কিংবা ঢাকা হতে দুবাইগামী ফ্লাইট বৃদ্ধি করে চট্টগ্রামের প্রবাসীদের জন্য কোটা সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য আপনার ব্যক্তিগত আন্তরিক হস্তক্ষেপ কামনা করছি।
এরই মধ্যে চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে টেলিফোনে কথা বললে তিনি সপ্তাহে এক দিন চট্টগ্রামে বসবাসরত প্রবাসীদের জন্য সরাসরি চট্টগ্রাম টু আবুধাবী ফ্লাইট চালুর ব্যবস্থা নেবেন বলে আশ্বস্ত করেন।
Discussion about this post