তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় মৎস্যজীবীদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধি দেশ গড়ি- এই স্লোগানকে সামনের রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক। এই সময় উপস্থিত
ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান, উপজেলা মৎস্য অফিসার সাদিয়া সাদিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার প্রমুখ।
অপরদিকে একই দিনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদের ভেতর বিশাল পুকুরে উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক বিভিন্ন প্রজাতির পোনা মাছ ছেরে অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন
Discussion about this post