তৈয়বুর রহমান, কালীগঞ্জ গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নে ১ হাজার ৯ শত ৭৬ জন হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার চাল বিতরণ করেন জাংগালিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি গাজী সারওয়ার হোসেন।
বুধবার (২২ জুলাই) দুপুরে জাংগালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ৯ টি ওয়ার্ডে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্থ, বন্যাক্রান্ত, দুঃ:স্থ, অতিদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশষ্য ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাংগালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সারওয়ার হোসেন, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র পাল, ইউপি সচিক মুহাম্মদ আলমগীর হোসাইন,
কৃষকলীগের সভাপতি আলী আকবর মিয়া, প্যানেল চেয়ারম্যান দুলাল মিয়া, সদস্য শফিকুল ইসলাম দর্জি, দেলোয়ার হোসেন দর্জি, ফারুক খান, রোকন খান, গোলাম মস্তফা আকন্দ, আব্দুল মান্নান আকন্দ, শিরিন আক্তারসহ ইউনিয়ন আ’লীগের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।
Discussion about this post