তৈয়বুর রহমান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার ।
রোববার সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড কাপাসিয়া মোড় এলাকায় থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫
হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন আক্তার। এছাড়াও সরকারের খাস/ভিপি সম্পত্তিতে অবৈধ স্থাপনা হচ্ছে কিনা সেটা সরেজমিনে দেখা হয়।
Discussion about this post