তৈয়বুর, (কালীগঞ্জ) গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ড কে শনিবার (৪ জুলাই) থেকে লকডাউন মুক্ত করা হয়েছে। উক্ত এলাকাকে গত ১৩ জুন থেকে রেড জোন হিসেবে ঘোষণা করে জেলা প্রশাসন।
শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০ টায় বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মো. শিবলী সাদিক।
পাশাপাশি তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার আরো জানান, সংক্রমণের হার বিবেচনায় এনে জেলার কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। রেড জোন এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে গত ১৩ জুন থেকে ওই ৩টি ওয়ার্ড লকডাউন ঘোষণা করা হয়।
জানা গেছে, কালীগঞ্জে এ পর্যন্ত সর্বমোট ২৪৮২ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পরীক্ষা করা হয়েছে। ওই পরীক্ষা থেকে ৩৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্তদের থেকে ইতোমধ্যে ২৩৮ জন করোনা জয় করে ঘরে ফিরেছেন। তবে করোনায় আক্রান্ত হয়ে এ উপজেলার মোট ৭ জনের মৃত্যু হয়েছে।
Discussion about this post