সাবিনা আক্তার রহস্যময় নিখোঁজ। পরিবারের পক্ষ থেকে জানযায়। পিতা মাতা প্রতি দিনের মত সকাল ৮ টায় কর্মস্থলে যাওয়ার পর।
গত ৩০ জুন সকাল ১০ টায় দক্ষিন হালিশহর ৩৯ নং ওয়ার্ড। ইপিজেট থানার আওতাধীন বন্দরটিলা আকমল আলীরোডস্ত জাহাঙ্গীর ভিলা রুম নং ১২ পাশ্বের দুই রুমের পর । একটি রুমে সারাদিন ছিল। সন্ধা ৭ টায় পিতা মাতা বাসায় আসার পর সাবিনাকে খোঁজতে থাকে।
সাবিনা তখনও ঐ বাসায় কিন্তুক বাসার লোকজন কেন সীকার করলেন না। সন্ধা ৭টার পর ঐ বাসা থেকে সাবিনাকে আর পাওয়া যাচ্ছনা।
এবং জমিদারের সিসি ক্যামেরায় এই তথ্য প্রমান পাওয়া যায়।
সাবিনা দক্ষিন হালিশহর বন্দর টিলা কাটা খালী প্রাথমিক উচ্ছবিদ্যালয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থী। এবিষয় পিতা মোঃ হেদায়েত উল্লা ০৩ জুলাই ইপিজেট থানায় একটি অভিযোগ করেন।
থানার তদন্ত অফিসার ইনচার্জ ও অভিযোগের দায়ীত্ব গ্রহন কারী এস আই” শিক্ষার্থী সাবিনা কে উদ্ধারের জন্য আন্তরিক দায়ীত্ব পালনে অব্যাহত আছেন জানান।
অসহায় পিতা মাতার বিশেষ অনুরুধ এই সাবিনা কে যেখানে যার চোখে পড়ে পিতার মোবাইল নং ০১৮২২২৬৫২১৬ ”’ এবং বাংলাদেশের পুলিশ প্রসাশন ও ইপিজেট থানাকে জানানোর জন্য অনুরুধ। আরো জানাতে পারেন মোবাইল নং০১৭১২২৬৮৭৭০
একজন শিক্ষার্থী শিশু মাকে খোঁজে দেওয়ার দায়ীত্ব আপনার আমার আমাদের সকলের।
”প্রাথমিক তথ্য আরো বিস্তারিত জানা মাত্র আমরা আপনাদের জানাচ্ছি”’
Discussion about this post