কালীগঞ্জে সর্বোচ্চ রেকর্ড নতুন করোনায় আক্রান্ত-২০করে একদিনে সর্বোচ্চ রেকর্ড ২০ জন করোনায় আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।
বুধবার (১জুলাই) বিকেলে ঢাকার আইইডিসিআর থেকে করোনার তথ্য আসে, কালীগঞ্জ উপজেলায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ছাদেকুর রহমান আকন্দ।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৫৮ জন নারী-পুরুষের করোনা নমুনা পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠালে সেখান থেকে তথ্য আসে তাদের মধ্যে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছে। কালীগঞ্জ পৌর এলাকায় ১১ জন, বাহাদুরসাদী ৪ জন, জাঙ্গালিয়া ১ জন, মোক্তারপুর ২ জন, তুমলিয়া ইউনিয়নের মধ্যে ২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ যাবত কালীগঞ্জ উপজেলার ২৪০৪ জন নারী-পুরুষের করোনা নমুনা পরীক্ষা করানো হয়েছে। তাদের মধ্যে ৩২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
চিকিৎসকের পরামর্শ নিয়ে কোয়ারেন্টাইন ও আইসোলেশনে থেকে ২০৮ জন আক্রান্তকারী সুস্থ হয়েছেন। এই পর্যন্ত ৬ জন করোনায় মারা গেছেন।
Discussion about this post