মোহাম্মদ মহসিন খান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া গ্রামের ৬ নং ওয়ার্ড উওর পাড়ার মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা খানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোক সমস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সুজায়েত হোসেন।শুক্রবার বিকাল ৩.০০ টার সময় নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের ঘুনিপাড়া কবরস্থান মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় ঘুনিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
নিহতের কফিনে সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন সলিমাবাদের বীর মুক্তিযোদ্ধা, গন্যমান্য ব্যক্তিবর্গও আরো উপস্থিত ছিলেন নাগরপুর থানা ও জেলা পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, মুক্তিযোদ্ধা আলহাজ্ব গোলাম মোস্তফা খান ,আজ রোজ শুক্রবার১২ জুন ভোর ৪ঃ৩০ মিনিটের সময়,ঢাকায় তার নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হবে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুম মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা খান দুই ছেলে, এক মেয়ে, স্ত্রী ও বহু আত্নীয় রেখে গেছেন।
Discussion about this post