তৈয়বুর, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে দীপঙ্কর সেন (২৫) নামে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার দীপঙ্কর সেন করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।
মৃতের সত্যতা স্বীকারপূর্বক জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান খাঁন (ফারুক মাস্টার) পরিবারের বরাত দিয়ে বলেন, জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া এলাকার দীপঙ্কর সেন, আজকে সকালে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করেছেন।
মৃত দীপঙ্কর গত কয়েকদিন যাবৎ করোনার নানা উপসর্গ নিয়ে রোগে ভুগছিলেন। তিনি আরো বলেন, মৃত দীপঙ্কর পৌর ৭ নং ওয়ার্ড উত্তরগাঁও এলাকার তাঁতীবাজারে একটি স্বর্ণের দোকানে কারিগর হিসাবে কর্মরত ছিলেন।
হাসপাতালের মাধ্যমে মৃতের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা রিপোর্ট আসার পর বুঝা যাবে, মৃত দীপঙ্কর করোনায় আক্রান্ত ছিলেন কি না। রিপোর্ট পজেটিভ আসলে পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহের মাধ্যমে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
Discussion about this post