মোহাম্মদ মহসিন খান নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে উপজেলার সরকারি কলেজ মসজিদে আজ শুক্রবার বাদ জুম্মা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর
মুক্তিযোদ্ধা আলহাজ্ব মকবুল হোসেনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল -৬ আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু এর মরহুম পিতা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বিদেহী আত্মার শান্তি কামনায় উপজেলার নাগরপুর সরকারি কলেজে জামে মসজিদে সামাজিক দূরত্ব মেনে দোয়া পরিচালনা করেন সংশ্লিষ্ট মসজিদের ইমাম।
উপজেলা আওয়ামী যুবলীগের নেতা মো. বাহারুল ইসলাম বাহার এর সার্বিক ব্যবস্থাপনায় এ দোয়া মাহফিলে এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা ফারুক হাসান মেহেদী সহ এলাকার ধর্মপ্রান মুসল্লিগণ।
Discussion about this post