চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১২ হাজার ৫১০টি নমুনা পরীক্ষা করে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ২ হাজার ৬৯৫ জনের শরীরে।
বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল আটটা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৫৫ হাজার ১৪০ জন।
আক্রান্তদের মধ্যে মৃত্যু দাঁড়িয়েছে ৭৪৬ জনে। চব্বিশ ঘণ্টায় ৪৭০ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৫৯০ জন।
শনাক্তের হার ২১.৫৪ শতাংশ, মৃত্যুর হার ১.৩৫ শতাংশ এবং সুস্থতার হার ২১.০২ শতাংশ।
দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে বুধবার দুপুরে এসব হালনাগাদ তথ্য তুলে ধরেন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
Discussion about this post