গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে দুই বোনের মধ্যে ঝগড়া থামাতে গিয়ে আহত হয়ে মৃত্যু হয়েছে বৃদ্ধ মায়ের।
গতকাল সোমবার এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাত সাড়ে দশটার দিকে পুলিশ একজনকে আটক করেছে। বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের বড়দুলালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম জরিনা বেগম।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়ির গাছের আম পাড়াকে কেন্দ্র করে ওই গ্রামের সাহেব আলী বেপারীর বড় মেয়ে ফাতেমা বেগমের সাথে পঞ্চম মেয়ে লাইজু বেগমের ঝগড়া হয় সোমবার সন্ধ্যায়।
দুই মেয়ের ঝগড়া থামাতে এগিয়ে যান তাদের বৃদ্ধা মা জরিনা বেগম। একপর্যায়ে বড় মেয়ে ফাতেমা বেগমের ছেলে বাচ্চু বেপারী (২২) ঘটনাস্থলে যায়। ঝগড়ার এক পর্যায়ে জরিনা বেগমকে ধাক্কা দেওয়া হলে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে মারা যান। স্বজনদের দাবি ফাতেমার ছেলেই তার নানীকে ধাক্কাটি দেয়।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য উদ্ধার করেছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পঞ্চম মেয়ে লাইজু বেগমকে আটক করা হয়েছে। তবে বড় মেয়ে ও তার ছেলে পলাতক রয়েছে।
Discussion about this post