একের পর এক ধনীরা করো’নায় আ’ক্রান্ত হচ্ছেন এবং এর ফলে ধনীগোষ্ঠীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের বৃহৎ ধনী শিল্প গোষ্ঠী এস আলমের মালিকদের অধিকাংশ করো’নায় আ’ক্রান্ত হয়েছেন।
করো’নায় আ’ক্রান্ত হয়েছে এপেক্স গ্রুপের কর্ণধার মঞ্জুর এলাহী। হা-মিম গ্রুপের কর্ণধার
এ কে আজাদও করো’নায় আ’ক্রান্ত হয়েছেন এবং এখন আবার এনভ’য় গ্রুপের কর্ণধারও করো’নায় আ’ক্রান্ত হলেন। এই একের পর ধোনী গোষ্ঠীর করো’নায় আ’ক্রান্তের প্রেক্ষিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ধনীদের মধ্যে এবং তাঁরা মনে করছেন যে,
এরকম পরিস্থিতিতে তাঁরা আতঙ্কিত হয়ে পড়ছেন এবং বাংলাদেশের অর্থনীতিকে যে সচল করার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষায় এই আ’ক্রান্তের খবর আ’ঘাত ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।
আম’রা সকলে জানি যে, বাংলাদেশের এই ধনী গোষ্ঠীরা ছোটখাটো অ’সুখের জন্যেও বিদেশমূখী হয়,
বিদেশে চিকিৎসা নেন। এখন করো’নার কারণে তাঁরা বিদেশে চিকিৎসা নিতে পারছেন না। ফলে এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তাঁদের সামনে কি পথ খোলা রয়েছে তা তাঁরা নিজেরাও জানেন না। আর করো’নাই বা কেন ধনী গোষ্ঠীকে টার্গেট করেছে
সেই প্রশ্নের উত্তরও মিলছে না
Discussion about this post