পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোড়ে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে বসবাসরত শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পক্ষে তার ব্যাক্তিগত সহকারী সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রোটোকল অফিসার-২ এসএম খুরশীদ-উল-আলম এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই আলম সরকার এ উপহার সামগ্রী তাদের কাছে হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্যে কোভিড-১৯ মহামারি থেকে মানুষকে রক্ষা এবং এ সংকট থেকে দ্রুত উত্তোরণের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রতিটি উৎবে তাদেরকে স্মরণ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন
Discussion about this post