চট্টগ্রামের বোয়ালখালীর উপজেলার চুরি যাওয়া অটোরিক্সা (সিএনজি) গাড়িসহ সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে রামু থানা পুলিশ।
সোমবার (২৫ মে) কক্সবাজার রামু থানা এলাকা হতে মামুন মিয়ার বাজারের পূর্ব পাশে থনিয়াঘোনা চাপটা মুড়া পাহাড় নামক স্থান থেকে অটোরিক্সা সিএনজি (চট্টগ্রাম থ-১৩-৯৫১৬) গাড়িসহ ৪ চোরকে আটক করেন।
আটককৃতরা হলেন খরনদ্বীপ এলাকার নুরুল আজিমের ছেলে মোঃ রিপন প্রকাশ টিপু (২২), পোপাদিয়া এলাকার আব্দুস সবুরের ছেলে মোঃ আব্দুল মালেক প্রকাশ রাকিব(২১), বিদুগ্রাম এলাকার মৃত গোপাল চৌধুরীর ছেলে নেপাল চৌধুরী(২২), কক্সবাজার জেলার রামুর ভারুয়া খালি এলাকার আবু ছৈয়দের ছেলে আব্দুস শুকুর প্রকাশ শুক্কুর(২২)।
বোয়ালখালীর থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২০মে দিবাগত রাতে জনৈক সঞ্জিব ধর (৩৭) এর মালিকানাধীন সিএনজি নং-চট্টগ্রাম – থ-১৩-৯৫১৬ পূর্ব গোমদন্ডী ফায়ার সার্ভিসের সামনে হতে অজ্ঞাত নামা চোরেরা সিএনজি গাড়ীটি সিএনজি গাড়ি চুরি করে নিয়ে যায়।
উক্ত চুরির ঘটনায় মামলা নং – ১৮(৫)২০ ধারা-৩৭৯ দঃবিঃ সংক্রান্তে মামলার তদন্তকারী অফিসার এসআই সুমন কুমার দে সংগীয় অফিসার ফোর্সসহ ২৫মে কক্সবাজার রামু থানা এলাকা হতে মামুন মিয়ার বাজারের পূর্ব পাশে থনিয়া ঘোনা চাপটা মুড়া পাহাড় এলাকা হতে ছিনতাইকৃত সিএনজি গাড়ি উদ্বার করে। এসময় ঘটনায় জড়িত ৪জন আসামি আটক করে পুলিশ।
এ বিষয়ে বোয়ালখালীর থানার অফিসার ইনচার্জ আবদুল করিম বলেন,কক্সবাজার জেলার রামু থানা পুলিশের সহায়তায় গ্রেপ্তার করে এবং আসামিদের দখল হতে চোরাই যাওয়া সিএনজি গাড়ি উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া চলছে।
Discussion about this post