গত ২০ তারিখ রোজ বুধবার ডাক্তার শিব্বির আহমেদ সোহেলের বিয়ানীবাজারস্হ ডায়বেটিস এন্ড হরমোন সেন্টারে বড়লেেখা উপজেলার গল্লাসাঙ্গন গ্রামের মনোয়ার হোসেন (৩২ ) করোনা উপসর্গ নিয়ে আসেন।
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন থাকায় ডাঃ শিব্বির আহমেদ সোহেল তাকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়ার জন্য পাঠান। সেদিন উনার স্যাম্পল কালেকশন করে সিলেট ল্যাবে পাঠানো হয়। গতকাল উনার করোনা পজেটিভ রেজাল্ট আসে ।
গত রাতে খবরটি শোনার পর ডাঃ শিব্বির আহমদ সোহেল নিজ থেকে তার দাসগ্রামস্হ বাসায় আইসোলেশন এ যান এবং প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন। বিষয়টি বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সেে তিনি নিজে অবগত করেন,সে অনুযায়ী আগামীকাল তার স্যাম্পল বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নেওয়া হবে।
ডাঃ শিব্বির আহমেদ সোহেল সুস্থ আছেন। তার কোন করোনা উপসর্গ নেই বলে বিয়ানীবাজারবার্তাকে অবগত করেছেন এবং সকলের কাছে দোয়া চেয়েছেন
Discussion about this post