নূরে আলম জিকু বিভাগীয় প্রতিনিধি ঢাকা গাজীপুর মহানগর ১ নং ওয়ার্ড পানির শাইল নামক স্থান, গত শনিবার কাশিমপুর থানা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ওদোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন মারুফ হোসেন সিনিয়র সহ সভাপতি অত্র ক্লাব বিজয় বার্তা সম্পাদক, অতিথিদের মাঝে উপস্থিত মানিক হোসেন গাজীপুর রিপোর্টোস ক্লাব, বাবুল আহম্মেদ আশুলিয়া রিপোর্টাস ক্লাব, বেবি মনি আশুলিয়া প্রেসক্লাব, আলমগীর কবির গাজীপুর প্রেসক্লাব, শেখ ওসমান গণি সেচ্ছাসেবক লীগ নেতা, ইমারান খান শ্রমিকলীগ কাশিমপুর থানা। কোরআন
তেলাওয়াতের মাধ্যমে আলোচনা শুরু করেন। সাংবাদিক নেতারা কাশিমপুর থানা প্রেসক্লাবকে গাজীপুর মহানগরের একটি মডেল ক্লাবের হিসাবে দেখতে চান। সরজমিনে তথ্য সংগ্রহ করে সত্য ঘটনা প্রকাশ করার আহবান জানা এসময় উপস্থিত ছিলেন মোঃ বিল্লাহ হোসেন সাজু সভাপতি কাশিমপুর থানাপ্রেসক্লাব,
মেহেদী হাসান সাধারণ সম্পাদক চ্যানেল এস, নুর হোসেন সহ সভাপতি, নূরে আলম জিকু সাংগঠনিক সম্পাদক দৈনিক সবুজ নিশান গাজীপুর জেলা প্রতিনিধি, রিপন নতুন সময়, জাহাঙ্গীর আলম জনতার নিশ্বাস, কাশেম খান নিউজ বাংলা ২৪ বিডি, কবির হোসেন সকালের খবর, মনির হোসেন, নদী , সহ আরো অনেকে আলোচনা শেষে ইফতারে মধ্য দিয়ে সমাপ্তি ঘটে।
Discussion about this post