একমাস পর দেশের মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করলেন মুসল্লিরা। বায়তুল মোকাররমে স্বাস্থ্যবিধি মেনে জুমার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসলমানরা। জামাতও হয়েছে শারীরিক দূরত্ব মেনে।
মসজিদে ঢোকার আগে দেখা যায় সাবান পানি এবং জীবাণুনাশক দিয়ে হাত পরিস্কার করে নিচ্ছেন মুসল্লিরা। মসজিদের ভেতরও জীবাণুনাশক দিয়ে পরিস্কার করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের সব মসজিদে মুসল্লি সংখ্যা সীমিত করা হয়। বৃহস্পতিবার জোহর থেকেই নামাজ আদায়ের সুযোগ তৈরি হয়।
নিষেধাজ্ঞা চলা অবস্থায়, পাঁচ ওয়াক্তের জামাতে সর্বোচ্চ ৫ জন, জুমার নামাজে ১০ ও তারাবির নামাজে ১২ জন অংশ নেয়ার অনুমতি ছিলো।
Discussion about this post