করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বন্দরের উচ্চ বহিঃ সহকারী আব্দুল হালিম মিয়া মৃত্যুবরণ করেন। সহকর্মীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য সুরক্ষা জোরদারের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিসের কর্মীরা।
০৭ মে বৃহস্পতিবার সকাল থেকে কয়েক ঘণ্টা কাজ বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করেন ওয়ান স্টপ সার্ভিসে কর্মরতরা। এতে বন্দরের ডেলিভারিসহ নানা ধরনের কর্মকাণ্ডে ধীরগতি নেমে আসে।
জানা যায়, ওয়ান স্টপ সার্ভিসের একজন কর্মী সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এ ঘটনায় তার সহকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার সকালে তারা নিজেদের স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার দাবিতে কাজ করা থেকে বিরত থাকে। এ সময় এক পক্ষ কাজ করতে চাইলেও অন্য পক্ষ কাজ করা থেকে বিরত থাকে।
দুপুরে বন্দরের সদস্য প্রশাসন মো. জাফর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মচারীদের দাবিগুলো শুনে পূরণের আশ্বাস দিলে কাজ শুরু হয়।
বন্দরের সচিব মো. ওমর ফারুকের কাছে এ বিষয়ে জানতে চাইলে বলেন, কাচের ঘেরাসহ বেশ কিছু দাবি জানিয়েছেন কর্মচারীরা। পর্যায়ক্রমে এসব দাবি বাস্তবায়ন করা হবে আশ্বাসের পর তারা কাজে যোগ দিয়েছেন
Discussion about this post