মোহাম্মদ মহসিন খান নাগরপুর ( টাঙ্গাইল) প্রতিনিধি: মাননী য় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া শিশু খাদ্য উপহার পেল টাঙ্গাইল নাগরপুর উপজেলার কর্মহীন অসহায় ৬০০ পরিবার। বৃহস্পতিবার (০৭ মে) দুপুরে নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া শিশু খাদ্য সামগ্রী নাগরপুর উপজেলায় করোনার কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ৬০০ পরিবারের হাতে তুলে দেন।
এসব শিশু খাবারের মধ্যে ছিল দুধ, চিনি, সুচি, বিস্কুট, নুডুলস সহ শিশু খাদ্য সামগ্রী। বিতরণ কালে নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারণে যে সকল পরিবার তাদের শিশু বাচ্চা নিয়ে অসহায় হয়ে পড়েছে সে রকম ৬০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া শিশু খাদ্যসামগ্রী নাগরপুর উপজেলায় বিতরণ করা হলো । এখানে শিশুদের জন্য পুষ্টিকর খাদ্যসামগ্রী যেমন, দুধ, চিনি, সুচি, বিস্কুট, নুডুলস সহ শিশু খাদ্য রয়েছে ।
তাছাড়া কর্মহীন অসহায় লোকদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণও অব্যাহত আছে । এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান একে এম কামরুজ্জামান মনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বক্কর সিদ্দিকী ও ইউপি সদস্য সহ গণমাধ্যম কর্মী প্রমুখ।
Discussion about this post