গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে নতুন করে চট্টগ্রামের আরও ৩ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।
আজ রবিবার (৩ মে) রাতে ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা শেষে এই তথ্য জানিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, রবিবার বিআইটিআইডিতে ১৮৩ টি নমুনা পরীক্ষা করা হয়।
তার মধ্যে ফলাফল পজেটিভ আসে ৭ জনের। এর মধ্যে ৫ জন চট্টগ্রামের। আক্রান্তদের মধ্যে দুইজন দামপাড়া পুলিশ লাইন্সের পুলিশ সদস্য, একজন সাতকানিয়ার, একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ও একজন বিআইটিআইডির। এছাড়া, ফেনী ২ জন পজিটিভ।
প্রসঙ্গত, চট্টগ্রাম জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৬ জনে।
Discussion about this post