চট্টগ্রামের বোয়ালখালীতে লকডাউন ভেঙে বিয়ে করায় ভ্রাম্যমাণ আদালতে ১৫ হাজার টাকা জরিমানা দিয়েছেন এক ব্যাংক কর্মকর্তা।
আজ শুক্রবার (১ মে) দুপুর ২ টার দিকে উপজেলার কধুরখীল ইউনিয়নে ৩নং ওয়ার্ডের নুর আহমদ জমাদার বাড়ীতে সেনা বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়ে ব্যাংক কর্মকর্তাকে এ জরিমানা করেন উপজেলা প্রশাসন।
এ সময় হোম কোয়ারেন্টিনে থাকারও নির্দেশ দেয়া হয় হবু বর ও ব্যাংক কর্মকর্তাকে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রট মো. মোজাম্মেল হক চৌধুরী।
তিনি জানান, কধুরখীল ইউনিয়নের জনৈক ব্যক্তি ঢাকায় এক্সিম ব্যাংকে কর্মরত। তিনি গত ২৭ এপ্রিল লকডাউন ভেঙে বোয়ালখালীতে আসলে ইউনিয়ন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ১৪দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিলেও তা মানেননি।
আজ শুক্রবার বিয়ে করে বাড়ীতে বউ নিয়ে আসেন। খবর পেয়ে দুপুরে তার বাড়ীতে হাজির হয় সেনাবাহিনী ও হেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। সরকারি নির্দেশ অমান্য ও সংক্রমন ছড়ানোর ঝুঁকি থাকায় ১৫ হাজার টাকা জরিমানা এবং তাকে হোম কোয়ারেন্টিন এ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সময় আদালতকে সহযোগিতা করেন, ক্যাপ্টেন মুবিনের নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়নের সেনা সদস্যবৃন্দ ও বোয়ালখালী থানা পুলিশ।
Discussion about this post