অনলাইনে আপনার প্রিয় সংবাদপত্র খুঁজে খুঁজে আর হয়রান হতে হবে না। এখন আপনি এক ক্লিকেই বাংলাদেশসহ বিশ্বের সকল মিডিয়া দেখতে/ পড়তে পারেন বাংলাদেশের সর্ববৃহৎ “অল বিডি নিউজ পেপার লিষ্ট” ওয়েব ডাইরেক্টরি থেকে ।
মেদহীন ঝরঝরে ডিজাইনের এই ওয়েব ডাইরেক্টরিতে পাচ্ছেন আপনার পছন্দের আন্তর্জাতিক, দেশীয় এবং স্থানীয় বাংলা নিউজপেপার, বাংলা পত্রিকা, বাংলা সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা টিভি চ্যানেল, বাংলা রেডিও চ্যানেল সহ সকল দেশ বিদেশের অনলাইন মিডিয়ার লিংক।
“অল বিডি নিউজ পেপার লিষ্ট” ডাইরেক্টরিতে প্রতিটি বিভাগ, জেলা এবং স্থানীয় শহর থেকে প্রকাশিত সমস্ত স্থানীয় পত্রিকা তালিকাভুক্ত করা হয়েছে। “স্থানীয়” পত্রিকা বিভাগে স্থানীয় নিউজ পেপার গুলোর লিস্ট দেয়া হয়েছে।
এছাড়া বিদেশি বাংলা পত্রিকা বিভাগে পৃথিবীর বিভিন্ন দেখের প্রধান শহরগুলিতে বসবাসরত বাংলা কমিউনিটি থেকে প্রকাশিত বিদেশি বাংলা পত্রিকা এবং ভারতীয় বাংলা পত্রিকাসহ বিশ্বের সকল নামিদামী সংবাদপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে।
বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া ই-ডিরেক্টরিতে যদি আপনার ওয়েবসাইটটির লিস্টে না থাকে তবে যোগাযোগ করতে পারেন- 01714709953 এই নাম্বারে। মেইল করতে পারেন allbdmedialist@gmail.com এই ই-মেইলে অথবা আমাদের ফেসবুক পেইজেই ইনবক্স করতে পারেন ।
Discussion about this post