ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে অর্ধশতাধিক দলের অসহায় দরিদ্র ও গরীব নেতা কর্মিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় বঙ্গবন্ধু মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই খাদ্য সহায়তা প্রদান করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবির কুমার মিত্র, যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক মোড়ল জাহিদুল ইসলাম, ইউনিয়ন আ,লীগ নেতা অলোক সেন, মোঃ খালেক ঢালী, যুবলীগের সাধারন সম্পাদক জয়দেব দে, ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান, সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান, ওয়ার্ড আ,লীগ নেতা সাধন কুমার দে, শেখ ফজলুর রহমান, আকরাম হোসেন ও আমিনুল ইসলাম সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
Discussion about this post