করোনাভাইরাস মোকাবিলায় অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভিক্ষা করে সংগ্রহ করা ১০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ায় শেরপুরের ভিক্ষুক নাজিমউদ্দিনের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, দেশের মানুষের প্রতি নাজিমুদ্দিনের এ ভালোবাসা সত্যিই বিরল। যখন কেউ কেউ নিজের আখের গোছানো নিয়ে ব্যস্ত। কিভাবে নিজের ধন-সম্পদ বাড়ানো যায় এই চিন্তায় ব্যস্ত।
তখন একজন ভিক্ষুক দেখিয়ে দিল মানবিকতা কি! ভিক্ষা করে সংগ্রহ করা তার নিজের ১০ হাজার টাকা মানুষের জন্য দান করেছেন। এখান থেকে অনেক শিক্ষা নেওয়া উচিত। সত্যি নাজিমুদ্দিন এই কাজটি করে অনেক বড় দৃষ্টান্ত স্থাপন করেছে। এ সময় প্রধানমন্ত্রী এ থেকে শিক্ষা নিয়ে দেশের বিত্তবানসহ সমাজের মানুষদের অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সোমবার সকালে গণভবন থেকে রাজশাহী বিভাগের ৮ টি জেলা জয়পুরহাট, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জেভিডিও কনফারেন্সিং ও মতবিনিময়ের সূচনা বক্তব্যে এ প্রশংসা করেন তিনি।
Discussion about this post