ইতালিতে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যুর সংখ্যা কিছুটা বাড়লেও কমেছে আক্রান্তের সংখ্যা। দেশটিতে আরও ৩৩৩ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর খবরে উৎকণ্ঠায় প্রবাসী বাংলাদেশিরা।
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সাত সপ্তাহ আগে লকডাউন ঘোষণা করেছিল ইউরোপের দেশ ইতালি। এখন সংক্রমণ ও মৃত্যু কমে আসায় জারি থাকা কঠোর লকডাউন শিথিল করতে যাচ্ছে দেশটির সরকার। ৪ মে থেকে শুরু হবে স্বাভাবিক জীবনের প্রত্যাবর্তনের একটি কাহিনি। ইতালি সরকারের দেখানো পথে চলবে সমগ্র জাতি। সরকারের নির্দেশ মতে পরিচালিত হবে অফিস-আদালত ও ব্যবসা-প্রতিষ্ঠান।
এদিকে বিশেষজ্ঞদের মতে, এখন পর্যন্ত এই করোনাভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে সরকারের এ সিদ্ধান্তে করোনা সংক্রমণের হার ব্যাপকভাবে বাড়ার আশঙ্কা রয়েছে। ফিরে যেতে পারে পূর্বের অবস্থায়ও।
এদিকে বর্তমান পরিস্থিতিতে স্থানীয়দের পাশাপাশি চরম আতঙ্কে রয়েছেন প্রবাসীরাও। লকডাউনের কারণে স্থবির হয়ে পড়েছে তাদের ব্যবসা-বাণিজ্য। টিকা বা প্রতিষেধক আবিষ্কারের আগ পর্যন্ত সমগ্র জাতিকে সরকারের দেয়া নিয়ম শৃঙ্খলার মধ্যে
Discussion about this post