করোনা ভাইরাসের কারণে আঘোষিত লকডাউনে ঘরবন্দি দেশের মানুষ। এমন পরিস্থিতিতে অনিশ্চয়তায় দিনপাতি করছেন চট্টগ্রামের নিম্মবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন।
চট্টগ্রামের এসব লোকজনের কথা বিবেচনা করে বিভিন্ন ধরনের খাবার সহায়তার কর্মসূচি হাতে নিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চোধুরী নওফেল।
এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিন ১ হাজার বস্তিবাসীর নিকট পৌঁছে দেয়া হচ্ছে রান্না করা খাবার।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এই রান্না করা খাবার পৌঁছে দেয়া হয় কোতয়ালী থানার আওতাধীন ২১ নং ওয়ার্ড আসকার দীঘির পশ্চিম পাড়, কবি গুণাকর লেইন, আশ্রম গল্লি, আসকার দীঘির পূর্বপাড় এলাকায়, উত্তর পাড়ের চেয়ারম্যান কলোনি, এবং, মালিপাড়া, চশমাগলি এবং দক্ষিণপাড়ের ছোলাপাড়ার প্রত্যেক ঘরে ঘরে।
ছাত্রলীগ নেতাকর্মীদের মাধ্যমে পৌছে যায় এই খাবার।
এ ছাড়া শিক্ষা উপমন্ত্রী মধ্যবিত্তদের জন্য চালু করেন হটলাইন সেবা। হটলাইন নাম্বারে (01318326016) ফোন করলে সকলের অগোচরে পৌছে দেওয়া হচ্ছে খাদ্য উপহার সামগ্রী।
Discussion about this post