প্রধানমন্ত্রী উপহার পেয়ে রাসিকের ১৯ নং ওয়ার্ডের কর্মহীন মানুষের মুখে হাসি ফুটেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সহযোগীতায় ১৯ নং ওয়ার্ডবাসীর মধ্যে তালিকা অনুযায়ী ৭০০ পরিবারের মাঝে ১০ কেজি হারে চাল বিতরন সম্পন্ন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন।
এ সময় ত্রান বিতরন তদারকি করেন মোঃ আনোয়ার কামাল,সহকারী পরিচালক, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, রাজশাহী। আরও উপস্থিত ছিলেন এডভোকেট শামসুন্নাহার মুক্তি।
প্রায় ৪০ হাজার বসবাসরত জনগোষ্ঠীর ১৯ নং ওয়ার্ডে এর পূর্বে ৩০০ পরিবারের মাঝে জেলা প্রশাসন ও মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপহার হিসেবে ৬৫০ পরিবার এবং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন নিজ উদ্দোগ্যে ৪১৮২ পরিবারের মাঝে খাদ্যদ্রব্য বিতরন করেন।
কিন্তু এলাকাজুড়ে অসহায় ও নিম্ন আয়ের জনগোষ্ঠী প্রায় ৮৫% হওয়ায় ব্যাপক ভাবে ত্রানের প্রয়োজন বলে মনে করেন এলাকার বিশিষ্টজনেরা। ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল কহ সুমন বলেন- ১৯ নং ওয়ার্ড এ ব্যাপক জনসাধারণ হওয়ার পরেও ওয়ার্ড হিসেবে মুল্যায়ন করায় ব্যাপক ক্ষতিগ্রস্ত অসহায়দের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে না।
বিষয়টি তিনি মেয়র,জেলাপ্রশাসক কে নিজেই সাক্ষাৎ করে অবগত করেছেন। এছাড়াও ৭৩৮ টি বিহারি পরিবার আছে যারা খুবই কষ্টকর জীবন যাপন করছে।।অত্র ওয়ার্ড এলাকায় জনসংখ্যা বেশী হওয়ায় কোন বেসরকারি প্রতিষ্ঠান সহযোগীতা করেনি।। তাই সকলের প্রতি সাহায্য করার আবেদন করেন ওয়ার্ড কাউন্সিলর।
সুমন আরো জানান এলাকাবাসীর সুরক্ষায় প্রতিদিন পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করা হয়েছে। জীবাণু নাষক স্প্রে করা হয় প্রতিদিন, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাপক প্রচারনা করা হয়েছে, মোড়ে মোড়ে সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে,প্রয়োজন ছাড়া ঘরে থাকার অনুরোধ জানিয়ে বার বার সচেতন করা হয়েছে এলাকাবাসীকে। আসন্ন মাহে রমজানে সামার্থ্যবান দের সহযোগীতার অনুরোধ জানান সুমন।
Discussion about this post