সিপন আহমেদ: করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ধামরাই উপজেলার সাড়ে ১১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য বেনজীর আহমদ। দুই ধাপে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
প্রথম ধাপে সাড়ে ৭ হাজার পরিবার ও দ্বিতীয় ধাপে চার হাজার পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেন এই বীর মুক্তিযোদ্ধা।
প্রথম ধাপে সাড়ে চার হাজার পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ ও এক লিটার তেল দেওয়া হয়। আর তিন হাজার পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক লিটার তেল, এক কেজি চিনি, এক কেজি চিড়া ও ৪০০ গ্রাম গুড়া দুধ দেওয়া হয়।
দ্বিতীয় ধাপে চার হাজার পরিবারকে পাঁচ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি ডাল ও এক লিটার তেল দেওয়া হয়।
ধামরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয় খাদ্য সামগ্রী। এ সময় এলাকাবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘরে থাকা ও জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেড়োনোর আহ্বান জানানো হয়।
তিনি তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এছাড়াও সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী কর্মহীনদের মাঝে বিতরণ করছে উপজেলা প্রশাসন।
Discussion about this post