মোহাম্মদ মহসিন খান ,নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে টাঙ্গাইলের নাগরপুর সদরের কাঁচা বাজার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে স্থানান্তর করা হয়েছে ।
বৃহস্পতিবার ( ১৬ এপ্রিল ) সকালে কলেজ মাঠে গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে ক্রেতা-বিক্রেতা উভয়েই কেনা কাটা করছে । তবে সামাজিক দুরত্ব যতটুকু মানার কথা তা মানা হচ্ছে না । এ বিষয়ে জানতে চাইলে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম কামরুজ্জামান মনি বলেন, সামাজিক দুরত্ব না মানার ব্যপারে আমরা অবশ্যই পদক্ষেপ নিব।
নাগরপুর বণিক সমিতির আহ্বায়ক মো হাবিবুর রহমান লিটন বলেন, আমাদের কাঁচা বাজার টা যেখানে আছে এটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ হওয়ায় জনসাধারণ কে করোনা সংক্রমণের হাত থেকে রক্ষার জন্য ও সামাজিক দুরত্ব বজায় রাখাতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশেই কাঁচা বাজার খোলা স্থানে নেওয়া হচ্ছে তারি ধারাবাহিকতায় আমরা কাঁচা বাজার, দুধ ও মাছের বাজার কে কলেজ মাঠে স্থানান্তরিত করেছি ।
Discussion about this post