সিলেট: সব প্রচেষ্টাকে ব্যর্থ করে ওপারে চলে গেছেন সিলেটের সিলেটের মানবতাবাদী চিকিৎসক মইন উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০ বছর। তিনি স্ত্রী, দু’পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আজ বুধবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে তিনি মারা যান। করোনা আক্রান্ত হয়ে তিনি এ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ডাঃ মঈন উদ্দিনের মৃত্যুতে সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্র জানায়, গত ৫ এপ্রিল সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) প্রথম আক্রান্ত হিসেবে এই চিকিৎসক সনাক্ত হন। সনাক্ত হওয়ার পর তিনি বাসায় আইসলেসনে ছিলেন। পরে অবস্থা খারাপ হলে তাকে শহীদ সামসুদ্দিন হাসপাতালের আইসলেশন বিভাগে ভর্তি করা হয় গত ৭ এপ্রিল মঙ্গলবার রাতে।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ৮ এপ্রিল রাতে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ডাঃ মঈন উদ্দিনের চিকিৎসা চলছিল।
ডাঃ মঈন উদ্দিন সিলেট নগরীর ইবনে সিনায় নিয়মিত রোগি দেখতেন। তিনি ছিলেন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক।
তাঁর গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নাদামপুরে। তিনি সিলেট শহরের হাউজিং এস্টেটে বসবাস করতেন।
Discussion about this post