চট্টগ্রামে নতুন করে দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে থাকা করোনা পজিটিভ নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস-বিআইটিআইডিতে ১০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে দুইজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া যায়। নতুন করে শনাক্ত দুজনের মধ্যে সরাইপাড়া এলাকার ৫০ বছর বয়সী নারী আগে থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আইসোলেশনে ছিলেন।
করোনা শনাক্ত হওযা ৫৭ বছর বয়সের অপর ব্যক্তির বাড়ি নগরের উত্তর কাট্টলীতে।
এদিকে একটি বিশেষ সুত্রে জানা গেছে, করোনায় মৃত মহিলার নাম রেজিয়া বেগম (৫০), তিনি সরাইপাড়া রহমান ম্যানসনে বসবাস করতেন।
আক্রান্ত অপর জনের নাম মোঃ ইদ্রিস (৫০), তিনি উত্তর কাট্টলী মেরিডিয়ান কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন।
Discussion about this post