হাজারও ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কা’টানো সময় গুলোই হয় সবচেয়ে সুন্দর। পরিবারকে সুখে রাখতেই মানুষ কঠোর পরিশ্রম করেন। চিত্রনায়ক ফেরদৌসও ব্যতিক্রম নন। স্ত্রী’ তানিয়া রেজা ও দুই কন্যা নুজহাত ফেরদৌস ও নামিরা ফেরদৌসকে নিয়ে তার সুখের সংসার।
ফেরদৌসের সময় কাটে বিভিন্ন শো আর অ’ভিনয় নিয়ে। অন্যদিকে তার স্ত্রী’ ক্যাপ্টেন তানিয়া রেজা বিমানে ঘোরেন সারা’বিশ্ব। শত কর্মব্যস্ততার ভিড়েও দুই সন্তান নিয়ে সুখেই থাকেন তারা। কিন্তু এবার এই করোনা পরিস্থিতি আলাদা করেছে তাদের।
ফেরদৌস জানালেন, গত সপ্তাহে লন্ডনের এক ফ্লাইটে ঢাকায় ফেরেন তানিয়া। এরপর থেকে গুলশানের একটি বাসায় কোয়ারেন্টাইনে আছেন তিনি। আর সন্তানদের নিয়ে বনানীর বাসায় থাকছেন ফেরদৌস।
হঠাৎ বৃষ্টি খ্যাত এই নায়ক বললেন, ‘আমা’র স্ত্রী’ পেশায় পাইলট, তাই বাধ্য হয়েই তাকে যেতে হয় দেশের বাইরে। গত সপ্তাহে লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টাইনে আছে। আমি সন্তানদের নিয়ে বাসায় থাকছি।
ওরা মায়ের সঙ্গে ভিডিও কলে কথা বলে। এটা সবার জন্য আমাদের ত্যাগ। করোনাভাইরাস একজন থেকে হাজার মানুষের মধ্যে ছড়িয়ে যায়। সাবধানতায় রক্ষা করতে পারে আমাদের। এই সময় সবার ঘরে থেকেই সচেতন হতে হবে।’
বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃ’তের বেড়েই চলেছে। ওয়ার্ল্ডওমিটারস ওয়েবসাইটের সর্বশেষ আপডেট অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বের ২০৯টি দেশে মোট ১৩ লাখ ৪৮ হাজার ২০৩ জন আক্রান্ত হয়েছেন। মা’রা গেছেন ৭৪ হাজার ৭৯৫ জন।
Discussion about this post