একটি ভয়ঙ্কর যন্ত্রণার ছবি এটি! চার মেয়ের কাঁধে বাবার লাশ! মৃত ব্যক্তির নাম সঞ্জয় কুমার।
ভারতের আলীগড়ের চা বিক্রেতা এই সঞ্জয় কুমার অনেকদিন ধরেই যক্ষা রোগে ভুগছিলেন। লকডাউন থাকায় তার দোকান বন্ধ। আয় রোজগার না থাকায় সংসারই অচল; যক্ষার ওষুধ কিনবে কী দিয়ে! তিনি কিংবা তার পরিবার কারো কাছে সহযোগিতাও চায়নি! এই অবস্থার মধ্যেই তার মৃত্যু হয়! তারপরই দেখা আরেক ভয়ঙ্কর মানবিক সংকট!
করোনা আতঙ্কে সঞ্জয় কুমারের লাশের সৎকারে এগিয়ে আসেননি চারপাশের কেউ! অগত্যা তার লাশের সৎকারের দায়িত্ব নেয় তারই চার মেয়ে! বাবার লাশ কাঁধে নিয়ে ওরা যাচ্ছে শ্মশানে, লক্ষ্য বাবার লাশের সৎকার!
Discussion about this post