এপ্রিল ৩, ২০২০
ফেনীতে করোনা করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ছয় জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য চট্টগ্রামে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।এছাড়া ওই ৬ জনের বাড়ী লকডাউন ঘোষণা করে বাসিন্দাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সন্দেহে থাকা ওই ৬ জনের মধ্যে ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় ২ জন করে ৪ জন, দাগনভূঞা ও সদর উপজেলায় ১ জন করে ২ জন রয়েছেন।
তিনি আরও জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার দুপুরের দিকে স্ব স্ব উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ওই ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়।নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে।
পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানিয়েছেন।
Discussion about this post