গোসাইল ডাঙা সামাজিক কমিটির উদ্যোগে এলাকার প্রায় ৩০০ গরিব পরিবারের মধ্যে সামাজিক দুরত্ব বজায় রেখে প্রত্যেকের ঘরে ঘরে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট সমাজসেবক হাজি ফরিদ অাহামদ, হাজি বদরউদ্দিন হোসেন, হাজি জমির অাহামদ, অাবদুল মান্নান রানা, হাজি মকবুল অাহামদ, হাজি জিয়াউল হক, মোকতার অাহামদ, সিরাজ মিয়া, সেলিম মামুন,মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ ইয়াছিন, অাবদুল নাঈম, বশির অাহামদ, জাহেদ কায়সার, বায়হান উদ্দিন রুবেল, মনির অাহামদ, অামিনুর ইসলাম, এম এইচ জুয়েল শামসুদিদন পিন্টু মোহাম্মদ বেলাল, মোঃ মহসিন প্রমুখ।
Discussion about this post