চট্টগ্রাম নগরের দামপাড়া এলাকার এক বৃদ্ধ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তির বাসাসহ সেখানকার গলির ৬টি বাড়ি লকডাউন করেছে প্রশাসন।
আজ শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার এই ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। আক্রান্ত রোগীকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্ত ব্যক্তিটির বয়স ৬৭বছর। তিনি নগরীর চকবাজার থানাধীন দামপাড়া এক নম্বর গলিতে পরিবারের সাথে থাকেন। তিনি বিদেশ ফেরত নয়, তবে বিদেশ ফেরত ব্যক্তির সংস্পর্শে এসেছিল বলে জানিয়েছেন সিভিল সার্জন।
রাতে পুলিশ দামপাড়া ১নং গলির আক্রান্ত ব্যক্তির বাসাসহ এ গলির ৬টি বাড়ি লকডাউন করেছে। করোনা শনাক্ত হওয়ার বিষয়টি ছড়িয়ে পড়লে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং দামপাড়া এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি গনমাধ্যমকে বলেন, জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন একজন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে কোভিড-১৯ রোগ শনাক্তকরণ পরীক্ষার পর লোকটি ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হই আমরা। তাঁকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন গনমাধ্যমকে বলেন, পুলিশ রোগীর বাড়ি লকডাউন করে দিয়েছে। কমিউনিটি ট্রান্সমিশন থেকে লোকটি আক্রান্ত হতে পারেন। কিন্তু চট্টগ্রামের লোকজন এখনো ভয়াবহ ভাইরাসটি সম্পর্কে গুরুত্ব দিচ্ছে না। বাইরে অবাধ বিচরণ করছে। এটাই চিন্তার বিষয়
Discussion about this post