করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷
করোনা মোকাবিলায় মানবিক মাহি৷ দেশের দুঃসময়ে এগিয়ে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক৷ তুলে দিয়েছেন এক লক্ষ টাকার অনুদান৷ কিন্তু তাতেও সমালোচনায় বিদ্ধ হয়েছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ৷ ৮০০ কোটি সম্পত্তির মালিকানা যাঁর, বিপদের দিনে তিনিই কিনা দিলেন মাত্র এক লাখ৷ ধোনিকে তুলোধনা করলেন নেটিজেনরা৷
করোনা মোকাবিলায় পুণের একটি সংস্থার মাধ্যমে ১০০টি দরিদ্র পরিবারকে ১৪ দিনের জন্য এক লাখ টাকা তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ করোনা মোকাবিলায় কোমর বেঁধে নেমে পড়েছেন প্রায় সবাই৷ কিন্তু মাত্র এক লাখ টাকা দেওয়ায় ধোনির সমালোচনা করতে ছাড়েননি ভক্তরা প্রসঙ্গত করোনা মোকাবিলায় ৫০ লাখ অনুদান তুলে দিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও গরিব মানুষেরদের জন্য ৫০ লাখ টাকার চাল তুলে দিয়েছে
Discussion about this post