করোনাভাইরাসে লকডাউন আতঙ্কে কেনাকাটা বেড়ে যাওয়ায় কোনো কারণ ছাড়াই বেড়েছে চালের দাম। আর তাই রাজধানীর বাদামতলীতে চালের অন্যতম বৃহৎ আড়তে অভিযান পরিচালনা করছে র্যাব।
সোমবার সকাল থেকে সাদা পোশাকে র্যাবের সদস্যরা বাজারে অবস্থান ও যাচাই-বাছাই করেন। বেলা ১১টায় শুরু হয় মূল অভিযান। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।তিনি বলেন, ক্রেতাদের অতিরিক্ত কেনাকাটার ফলে কোনো কারণ ছাড়াই দাম বাড়ানোর অভিযোগ রয়েছে আড়তদারদের বিরুদ্ধে। তাই আমরা দাম বৃদ্ধির কারণ জানতে অভিযান পরিচালনা করছি। তাদের ক্রয় চালানের কাগজপত্র যাচাই-বাছাই করছি। অভিযান শেষে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।
একই কারণে শনিবার যাত্রাবাড়ীর আলু-পেঁয়াজের আড়ত ও রোববার শ্যামবাজারের আড়তে অভিযান চালায় র্যাব। এতে প্রায় পৌনে এক কোটি টাকা জরিমানাসহ ব্যবসায়ীদের কারাদণ্ড দেয়া হয়।
Discussion about this post