যুবলীগের ষষ্ঠ চেয়ারম্যান চট্টগ্রামের ওমর ফারুক চৌধুরীর আজ জন্মদিন ”’ বাংলাদেশ ঐতিহ্যবাহী যুব সংগঠন বাংলাদেশ অাওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর জন্মদিন আজ সোমবার (১৯ আগস্ট)। ১৯৪৮ সালের এদিনে তিনি চট্টগ্রামে রাউজানে নিজ বাড়িতে জন্মগ্রহণ করেন। বিভিন্ন অানুষ্ঠানিকতার ভেতর দিয়ে তার জন্মদিন পালন করছে তার নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ অাওয়ামী যুবলীগ।
২০১২ সালের ১৪ জুলাই বাংলাদেশ আওয়ামী যুবলীগের ষষ্ঠ জাতীয় কংগ্রেসে চেয়ারম্যান পদে ওমর ফারুক চৌধুরী নির্বাচিত হন। তারও অাগে (১০ জানুয়ারি ২০১০) তিনি (মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী) বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুব গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করেন।
এর আগে তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দক্ষতার সঙ্গে সংগঠনের (বাংলাদেশ অাওয়ামী যুবলীগ) নেতৃত্ব দেন। ওমর ফারুক চৌধুরী যুবলীগের মূল নেতৃত্বে আসার পর দেশের যুব রাজনীতিতে আমূল পরিবর্তনে ব্রতী হন। বিশেষ করে যুবকদের রাজনীতি নিয়ে পড়াশোনা ও গবেষণার দিকে গুরুত্বারোপ করেন। একদিকে মেধাভিত্তিক গবেষণা চর্চায় যুবকদের উৎসাহী করছেন, অন্যদিকে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দেশবিরোধী নানা তৎপরতার কড়া জবাব দিচ্ছেন। তিনি যুবলীগের ষষ্ঠ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তার জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে অভিনন্দন জানিয়েছেন নতুনবাজার পরিবারবর্গের পক্ষ থেকে নির্বাহী সম্পাদক পার্থ চন্দ
Discussion about this post