শুধু ঘরেই নয়, নিজেকে একটু পরিপাটি সুন্দর রাখতে ঘরেও সাজগোজ করতে পছন্দ করেন মেয়েরা। মেকআপ ছাড়াই বাইরে বের হন এমন মেয়ের সংখ্যা একেবারেই হাতেগোনা।
তবে করোনার আতঙ্কে বেশিরভাগ মানুষই এখন ঘর বন্দি হয়েছেন। যাঁদের একেবারেই উপায় নেই বা বাড়ি থেকে বের হতেই হচ্ছে, তাঁদের কিছুদিন মেক-আপ করার আগে কয়েকটি দিকে বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি।
২) যাদের সর্দি বা জ্বর হয়েছে, তাঁরা কিছুদিন মেকআপ এড়িয়ে চলুন।
৩) মেকআপের সরঞ্জাম বেশিরভাগই বাইরের, তাই সংক্রমিত দেশগুলোর প্রডাক্ট এড়িয়ে চলুন। তারিখ দেখে ব্যবহার করুন।
৪) এমনিতেও এক প্রডাক্ট ছয় মাসের বেশি ব্যবহার করা উচিৎ নয়। তাই এইদিকে ব্যবহারের সময় নজর দিন।
৫) মেকআপ প্রডাক্ট শেয়ার করবেন না।
৬) মেকআপ তোলার সময় বাড়তি নজর দিন, যতই ক্লান্ত থাকুন মেকআপ ভাল করে তুলে তবেই ঘুমান।
৭) ধুলো পড়া মেকআপ প্রডাক্ট কখনওই ব্যবহার করবেন না।
Discussion about this post