। যা ছিলো বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এক দুঃস্বপ্নময় ম্যাচ। সেদিন একদম শেষ বলে ছক্কা হজম করে শিরোপা হাতছাড়া হয়েছিল টাইগারদের। তবে একইসঙ্গে প্রতিপক্ষ ভারতের অলরাউন্ডার বিজয় শঙ্করের জন্যও ম্যাচটি ছিলো দুঃস্বপ্নের।
বলা হচ্ছে, ২০১৮ সালের মার্চে শ্রীলঙ্কার মাটিতে হওয়া নিদাহাস ট্রফির কথা। ১৮ মার্চ সে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে লড়েছিল বাংলাদেশ ও ভারত। যেখানে একদম শেষ বলে ছক্কা হাঁকিয়ে ভারতকে ৪ উইকেটের জয় এনে দিয়েছিলেন দীনেশ কার্তিক।
সেই ম্যাচটিতে আগে ব্যাট করে সাব্বির রহমানের ৫০ বলে ৭৭, মেহেদি হাসান মিরাজের ৭ বলে ১৯ এবং অন্যদের ছোট ছোট ইনিংসে ভর করে ৮ উইকেটে ১৬৬ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল বাংলাদেশ। জবাবে দীনেশ কার্তিকের ৮ বলে ২৯ রানের টর্ণেডো ইনিংসের সুবাদে ম্যাচের একদম শেষ বলে জয় পায় ভারত।
অথচ আরেকটু হলে কার্তিক ব্যাটিংই পেতেন না ফাইনাল ম্যাচটিতে। অধিনায়ক বিরাট কোহলির ইচ্ছায় কার্তিকের আগে ব্যাটিংয়ে নামানো হয়েছিল বিজয় শঙ্করকে। বল হাতে ৪ ওভারে ৪৮ রান খরচ করা বিজয়ের সামনে সুযোগ আসে ব্যাট হাতে পুষিয়ে দেয়া।
তিনি যখন উইকেটে আসেন ভারতের সংগ্রহ ১৩.২ ওভারে ৪ উইকেটে ৯৮ রান। জয়ের জন্য শেষের ৪০ বলে করতে হতো ৬৭ রান। ভারতের জন্য মামুলি লক্ষ্যই বটে। কিন্তু একের পর এক ডট বল খেলে এটিকেই কঠিন করে তোলেন বিজয়। ইনিংসের শেষ ওভারের পঞ্চম বলে আউট হওয়ার আগে ১৯ বলে মাত্র ১৭ রান করতে সক্ষম হন তিনি।
দীনেশ কার্তিকে ৮ বলে ২৯ রান করে ম্যাচ না জেতালে, পুরো ভারতবাসীর চোখে ভিলেনে পরিণত হতেন বিজয়। তবে এমন না যে, দল জিতে যাওয়ায় পুরোপুরি রেহাই পেয়ে গিয়েছিলেন বিজয়। বরং ৪ ওভারে ৪৮ এবং ১৯ বলে ১৭ রান করায় বেশ কিছুদিন বাসা থেকে বের হতে পারেননি, রাতে ঘুমানোর সময় মনে হতো দেখছেন দুঃস্বপ্ন।
প্রায় দুই বছর পর সে ম্যাচের স্মৃতি মনে করে বিজয় বলেন, ‘নিদাহাস ট্রফির সেই ম্যাচের (ফাইনাল) আহত অবস্থা থেকে বেরিয়ে আসতে পারাটা খুবই কঠিন ছিলো আমার জন্য। প্রথম সপ্তাহে আমি বাসার বাইরেই যেতে পারতাম না, কারণ যেই দেখতো সেই ম্যাচের কথা জিজ্ঞেস করতো এবং আমার ব্যাপারে নেতিবাচক কথা বলতো। সেই ম্যাচের প্রথম দুই-তিনদিন পর আমি পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। যতবারই ঘুমাতে যেতাম, দেখতাম চোখ ভিজে গিয়েছে। ঐসময় আমার শুধু একটাই কাজ ছিলো, কঠোর অনুশীলন করা।’
সেই দুঃসময় কাঁটিয়ে ওঠার কথা জানিয়ে বিজয় আরও বলেন, ‘আমি নিজেকে কোনো অবসর সময় দিতাম না। কারণ যখনই আমি অবসর থাকতাম, তখনই নেতিবাচক চিন্তা মাথায় ঢুকে যেত। সেই টুর্নামেন্টের পর আইপিএল শুরু হয়ে গেল, আমি সেখানে বেশ ভালো করি (সাত ইনিংসে ১৪৩.২৪ স্ট্রাইকরেটে ২১২ রান)। এরপরই সবকিছু বদলে যায়। তাই আমার মতে চিন্তাধারার বদল ঘটালেই সবকিছু সহজ হয়ে যায়।’
Discussion about this post