রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম বদলে গেছে। এ প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়টির নাম পরিবর্তন করা হয়েছে।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, দিনাজপুর এ মতামতের সঙ্গে একমত পোষণ করেন এবং শহীদ জিয়া ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ছড়ান বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণের বিষয়ে সুপারিশসহ মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ করে। তার সুপারিশের ভিত্তিতে আজ (রোববার) এ প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
Discussion about this post