গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই নারীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- কবিতা রানী (৩২) ও বিষু বালা (৪৪)। এ সময় বজ্রপাতে আরও চারজন অগ্নিদগ্ধ হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে উপজেলার সোনারাম ইউনিয়নের বলরাম গ্রামে এ ঘটনা ঘটে। কবিতা রানী সুন্দরগঞ্জ উপজেলার সোনারাম ইউনিয়নের বলগ্রামের রবি দাস চন্দ্রের স্ত্রী ও বিষু বালা একই গ্রামের আকালু চন্দ্রের স্ত্রী।
এ ঘটনায় আহতরা হলেন- মালেকা বেগম (৪৩), মমতা বেগম (৩৮), ভারতী রাণী (৫২) ও শোভা রাণী (৫৩)।
Discussion about this post