চট্টগ্রাম নগরীর চকবাজার থানার নজু মিয়ার লেইন এলাকায় মোঃ নুরুল আফসার চৌধুরী নামে এক বৃদ্ধার নির্মানাধীন বাড়ি ও খামারে সন্ত্রাসী হামলা লুটপাটের ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায় ,গত ৬ই আগষ্ট বিকেলে মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ ইদ্রিস ও তার ছেলে মোঃ ইসতিয়াক আহমেদ ও বেশ কিছু ভাড়াটিয়া সন্ত্রাসীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নুরুল আফসারের নির্মানাধীন বসতবাড়িতে হামলা, ভাংচুর করে ইলেক্ট্রনিক লাইন বিছিন্ন করে আসবাবপত্র, খামারের গরু, ছাগল, মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেন নুরুল আফসারের পরিবার। উল্লেখ্য বাকলিয়া মৌজার বি.এস দাগ নং ২৩৮১৬, আর.এস ৩২৪০ বাট ৪৭০০/৩৭৮ খতিয়ানের আড়াই গন্ডা জমির মালিক মোঃ নুরুল আফসার চাকরি থেকে আবসর গ্রহন করার পরে কষ্ট অর্জিত টাকা দিয়ে বাড়িটি নির্মাণ করার কাজ শুরু করেন। সন্ত্রাসীদের হামলায় ভূক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এরপরে ২য় দফায় গত ২১ শে আগষ্ট নুরুল আফসারের স্ত্রী রোকেয়া বেগম এর পৈত্রিক জমিতে সন্ত্রাসীরা ফের হামলা চালিয়ে হুমকি দেয়। এ ব্যাপারে রোকেয়া বেগম বাদি হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালত চট্টগ্রাম মহানগরে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায় একটি মামলা করেন। মামলা নং ১০১৩/২০২৪ তারিখ ২২/০৮/২০২৪ তারিখ মামলার বিবরণে জানা যায়, মোঃ ইদরিস ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা জমিতে অনধিকার প্রবেশ করে ইট, সিমেন্ট, বালি, লোহা জড় করে রোকেয়া বেগমের দখলীয় জায়গায় বাউন্ডারি দেওয়াল নির্মাণপূর্বক হাঙ্গামা করতে চায়। উল্লেখ্য চট্টগ্রাম বাকলিয়া মৌজার বি.এস খতিয়ান ৩৭৮ ও ২৩৮১৬ নং দাগের ২.৩৩৩১ শতাংশ জমির মালিক রোকেয়া বেগম বলে জানা যায়। বর্তমানে ঘটনাস্থলে পক্ষদ্বয়ের মধ্যে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে বলে অফিসার ইনচার্জ চকবাজার থানা নালিশী ভূমিতে পক্ষদ্বয়ের মধ্যে শান্তিশৃঙ্খলা রক্ষার ব্যবস্থা নেয়ার বিষয়ে বলা হয়। বর্তমানে নুরুল আফসারের পরিবার ভাড়া বাসায় নিরাপত্তাহীনতায় জীবন যাপন করছেন। ভূক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন। এ বিষয়ে মামলা অভিযুক্ত মোঃ ইদ্রিসের কাছে জানতে চাইলে হামলার বিষয়টি মিথ্যা উল্লেখ করে তাদের মধ্যে বিরোধ আছে বলে জানান।
Discussion about this post